General Knowledge PDF in Bengali : নমস্কার পাঠকগন,আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ৫০০+ MCQ প্রশ্ন উত্তর সাধারণ জ্ঞানের (General Knowledge) উপরে। সাধারণ জ্ঞান বিষয়টি খুব বড়ো এবং যেকোন ধরনের পরীক্ষা সাধারণ জ্ঞান (General Knowledge) ছাড়া হওয়া অসম্ভব। এই কথাটি মাথায় রেখে আমরা আগামী দিনে আরো সাধারণ জ্ঞানের (General Knowledge) উপর PDF বানিয়ে আপনাদের কাছে নিয়ে আসবো। ধন্যবাদ।
প্রশ্নের উত্তরের নমুনা
1. কোন বছর ভারতে প্রথম লোকসভা তৈরি হয়?
[A] ১৯৫২ সালে
[B] ১৯৫১ সালে
[C] ১৯৫৩ সালে
[D] ১৯৫০ সালে
2. নিচের কোন ধাতু জার্মান সিলভারে নেই?
[A] তামা
[B] রুপা
[C] দস্তা
[D] নিকেল
3. ৬ এপ্রিল কোন দিনটি পালিত হয়?
[A] বিশ্ব এইডস দিবস
[B] বিশ্ব পরিবেশ দিবস
[C] বিশ্ব স্বাথ্য দিবস
[D] বিশ্ব ক্যান্সার দিবস
4. নাদির শাহ কোন বছর ভারত আক্রমন করেন?
[A] ১৭০৪ সালে
[B] ১৭২৯ সালে
[C] ১৭৩৯ সালে
[D] ১৭৪২ সালে
5. পিতবিন্দু চোখের কোথায় থাকে?
[A] রেটিনাতে
[B] কর্ণিয়াতে
[C] কনজাংটিভাতে
[D] উপরের কোনটিই নয়
6. “মেত্তুর বাঁধ” কোন নদীর উপর তৈরি করা হয়েছে?[A] গোদাবরী
[B] কাবেরী
[C] তাপ্তি
[D] গঙ্গা
7. নিচের কোন রাজ্যের আইনসভা সবচেয়ে বড়?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] বিহার
[C] মহারাষ্ট্র
[D] উত্তরপ্রদেশ
8. হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী?
[A] জমির কম উৎপাদনশীলতা
[B] কৃষিকার্যে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ না করা
[C] জলসেচ ব্যবস্থার সুবিধা না থাকা
[D] ক্ষুদ্র ক্ষুদ্র জোত্ জমিতে বিভাজন ও খন্ডিতকরন তৈরি
9. মানবদেহের উচ্চ তাপমাত্রা বা জ্বর কমাতে কোন বস্তুটি ব্যবহার করা হয়?
[A] ট্রাঙ্কুইলাইজার
[B] এন্টিপাইরোটিক্স
[C] এনালজেসিক্স
[D] এন্টিবায়োটিক
10. ফার্সি ভাষায় কোন শিখগুরু “জফরনামা” নামক বইটি রচনা করেন?
[A] গুরু হররাই
[B] গুরু গোবিন্দ সিং
[C] গুরু হরিকিষেন
[D] গুরু তেগবাহাদুর
File Details:
File Name: 500 General Knowledge pdf in Bengali
File Format: PDF
No. of Pages: 62
File Size: 2 MB