ভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য সংঘ/সমিতি/দল তালিকা PDF

ভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য সংঘ-সমিতি-দল তালিকা PDF
PDF Nameভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য সংঘ-সমিতি-দল তালিকা PDF
No. of Pages2
PDF Size76 kb
LanguageBengali
PDF CategoryHistory
Published/UpdatedAugust 30, 2021
Source / CreditsBangla Pdf
Uploaded ByBanglaPdf

ভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য সংঘ-সমিতি-দল তালিকা PDF

ভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য সংঘ-সমিতি-দল তালিকা PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে ভারতের ইতিহাসে সংঘ/সমিতি/দল তালিকা PDF টি সম্পাদন করা হয়েছে।

সংঘ /সমিতিস্থানসালপ্রতিষ্ঠাতা
ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনকলকাতা1851দেবেন্দ্রনাথ ঠাকুর
ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনলন্ডন1866দাদাভাই নৌরজী
ভারতসভাকলকাতা1876সুরেন্দ্রনাথ ব্যানার্জি
ডন সোসাইটিকলকাতা1902সতীশ চন্দ্র মুখোপাধ্যায়
অনুশীলন সমিতিকলকাতা1902 সতীশ চন্দ্র মুখোপাধ্যায় / প্রমথ নাথ মিত্র
মুসলিম লীগঢাকা1906সলিমুল্লাহ ও আগা খাঁ
যুগান্তর দল1906বারীন্দ্র কুমার ঘোষ
হোমরুল লীগমাদ্রাজ1916অ্যানি বেসান্ত
স্বদেশ বান্ধব সমিতিবরিশাল1905অশ্বিনী কুমার দত্ত
বেলুড় মঠবেলুড়1897বিবেকানন্দ
স্বরাজ্য দল1923চিত্তরঞ্জন দাস
ভারতীয় কমিউনিস্ট পার্টিকানপুর1925মুজাফ্ফর আহমেদ
রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘ1925কে. ভি হেগড়েয়ার
গদর পার্টিসানফ্রান্সিসকো1913লালা হরদয়াল
মিত্র মেলাপুনা1899বীর সাভারকার
অভিনব ভারতনাসিক1904বীর সাভারকার
হিন্দু মেলা1867নবগোপাল মিত্র
হিন্দু মহাসভা1915মদন মোহন মালব্য
আত্মীয় সভাবাংলায়1815রাজা রামমোহন রায়
ব্রাহ্ম সভাবাংলায় 1828 রাজা রামমোহন রায়
ব্রাহ্ম সমাজবাংলায় 1830 রাজা রামমোহন রায়
ধর্মসভা বাংলায় 1830রাধাকান্ত দেব
প্রার্থনা সমাজমহারাষ্ট্র1867আত্মারাম পান্ডুরঙ্গ
আর্য সমাজলাহোর1875দয়ানন্দ সরস্বতী
রামকৃষ্ণ মিশনবেলুড়1897স্বামী বিবেকানন্দ

নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।


স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য মামলা তালিকা PDFDownload
ভারতীয় ইতিহাসে সংবাদপত্র তালিকা PDFDownload

প্রশ্নঃ ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ সতীশ চন্দ্র মুখোপাধ্যায়।

প্রশ্নঃ মুসলিম লীগ কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়।

প্রশ্নঃ যুগান্তর দল কে কবে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ 1906 সালে বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল প্রতিষ্ঠা করেন।

প্রশ্নঃ হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ 1916 সালে অ্যানি বেসান্ত হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন।

প্রশ্নঃ স্বরাজ দল কে কবে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ 1916 সালে চিত্তরঞ্জন দাস স্বরাজ দল প্রতিষ্ঠা করেন।

প্রশ্নঃ গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ 1913 সালের 15ই জুলাই গদর পার্টি প্রতিষ্ঠিত হয়।

প্রশ্নঃ আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ রাজা রামমোহন রায় 1835 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন।

প্রশ্নঃ ভারত সভা কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন।

প্রশ্নঃ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ আত্মারাম পান্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন।

3 thoughts on “ভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য সংঘ/সমিতি/দল তালিকা PDF”

  1. Pingback: [PDF] ভারতীয় ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF

  2. Pingback: [PDF] সমসাময়িক ভাইসরয় / গভর্নর জেনারেল ও গুরুত্বপূর্ণ বিষয় PDF

  3. Pingback: [PDF] ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বৈশিষ্টমূলক তুলনা PDF

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *