PDF Name | বৌদ্ধ সম্মেলন তালিকা PDF |
No. of Pages | 1 |
PDF Size | 65 kb |
Language | Bengali |
PDF Category | History |
Published/Updated | August 25, 2021 |
Source / Credits | Bangla Pdf |
Uploaded By | BanglaPdf |
বৌদ্ধ সম্মেলন তালিকা PDF Download
বৌদ্ধ সম্মেলন তালিকা PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে উল্লেখযোগ্য বৌদ্ধ ধর্মের সম্মেলন তালিকা PDF টি সম্পাদন করা হয়েছে।
1. প্রথম বৌদ্ধ সস্মেলন
- সময়কালঃ 483 খ্রীষ্টপূর্ব
- শাসকঃ অজাতশত্রু
- স্থানঃ রাজগৃহ
- সভাপতিঃ মহাকাশ্যপ
- গুরুত্বঃ বুদ্ধের বাণী বিনয়পিটক -এ সংকলিত হয়।
2. দ্বিতীয় বৌদ্ধ সস্মেলন
- সময়কালঃ 383 খ্রীষ্টপূর্ব
- শাসকঃ কালাশোক
- স্থানঃ বৈশালী
- সভাপতিঃ সাবাকামি
- গুরুত্বঃ স্থবিরবাদী এবং মহাসঙ্ঘবাদী – এই দুটি গোষ্ঠীতে বৌদ্ধদের বিভাজন হয়।
3. তৃতীয় বৌদ্ধ সস্মেলন
- সময়কালঃ 250 খ্রীষ্টপূর্ব
- শাসকঃ অশোক
- স্থানঃ পাটলিপুত্র
- সভাপতিঃ মাগলিপুত্ত ত্রিশা
- গুরুত্বঃ গৌতম বুদ্ধের দেহভস্ম স্তুপে রাখার সিদ্ধান্ত এবং ভারতের বাইরে বৌদ্ধধর্ম প্রচারের পরিকল্পনা করা হয়।
4. চতুর্থ বৌদ্ধ সস্মেলন
- সময়কালঃ 78 খ্রীষ্টপূর্ব
- শাসকঃ কনিষ্ক
- স্থানঃ কাশ্মীর মতান্তরে জলন্ধর
- সভাপতিঃ বসুমিত্র
- গুরুত্বঃ হীনযান এবং মহাযান নামে দুটি শাখায় বিভক্ত।
নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।
বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রশ্ন উত্তর:
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?
উত্তরঃ বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন হলেন – সিদ্বার্থ গৌতম।
প্রশ্নঃ গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্ম প্রচার করেন?
উত্তরঃ গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন – সারনাথে।
প্রশ্নঃ গৌতম বুদ্ধের মতে দুঃখের মূল কারণ কী?
উত্তরঃ গৌতম বুদ্ধের মতে দুঃখের মূল কারণ হল – বাসনা।
প্রশ্নঃ গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন ?
উত্তরঃ “বৌদ্ধ গয়ায়” গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেন।
প্রশ্নঃ গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহন করেন?
উত্তরঃ নেপালে অবস্থিত কপিলাবস্তু শহরের লুম্বিনী -তে গৌতম বুদ্ধ জন্মগ্রহন করেন।
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কী?
উত্তরঃ বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হল – (1) বুদ্ধ – জ্ঞান (2) ধর্ম – মত (3) সংঘ – মঠ
প্রশ্নঃ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
উত্তরঃ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হল – ত্রিপিটক।
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি কোন ভাষায় রচিত?
উত্তরঃ বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি পালি ভাষায় রচিত।
প্রশ্নঃ গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহন করেন?
উত্তরঃ গৌতম বুদ্ধ জন্মগ্রহন – 563 খ্রীষ্টপূর্ব।
প্রশ্নঃ ‘ত্রিপিটক’ কোন ভাষায় রচিত?
উত্তরঃ ত্রিপিটক’ পালি ভাষায় রচিত।