PDF Name | ভারতীয় ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF |
No. of Pages | 2 |
PDF Size | 76 kb |
Language | Bengali |
PDF Category | History |
Published/Updated | August 30, 2021 |
Source / Credits | Bangla Pdf |
Uploaded By | BanglaPdf |
ভারতীয় ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF
ভারতীয় ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে ভারতের শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF টি সম্পাদন করা হয়েছে।
ক্রম | প্রতিষ্ঠান | প্রতিষ্ঠাতা | সময়কাল |
---|---|---|---|
1 | কলকাতা মাদ্রাসা | ওয়ারেন হেস্টিংস | 1781 |
2 | এশিয়াটিক সোসাইটি | উইলিয়াম জোন্স | 1784 |
3 | বেনারস সংস্কৃত কলেজ | জোনাথন ডানকান | 1792 |
4 | ফোর্ট উইলিয়াম কলেজ | লর্ড ওয়েলেসলি | 1800 |
5 | শ্রীরামপুর মিশন | উইলিয়াম কেরি | 1800 |
6 | স্কুল বুক সোসাইটি | ডেভিড হেয়ার | 1817 |
7 | হিন্দু কলেজ | ডেভিড হেয়ার | 1817 |
8 | অ্যাংলো হিন্দু স্কুল | রাজা রামমোহন রায় | 1822 |
9 | অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন | ডিরোজিও | 1828 |
10 | স্কটিশ চার্চ কলেজ | আজেকজাণ্ডার ডাফ | 1830 |
11 | ক্যালকাটা মেডিকেল কলেজ | লর্ড বেন্টিক | 1835 |
12 | তত্ত্ববোধিনী পাঠশালা | দেবেন্দ্রনাথ ঠাকুর | 1840 |
13 | বেথুন স্কুল | ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর | 1849 |
14 | কলকাতা বিশ্ববিদ্যালয় | ব্রিটিশ সরকার | 1857 |
16 | মাদ্রাজ বিশ্ববিদ্যালয় | ব্রিটিশ ব্রিটিশ | 1857 |
17 | বোম্বাই বিশ্ববিদ্যালয় | ব্রিটিশ সরকার | 1857 |
19 | ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল | সতীশচন্দ্র মুখোপাধ্যায় | 1905 |
20 | যাদবপুর বিশ্ববিদ্যালয় | আচার্য প্রফুল চন্দ্র রায় | 1906 |
21 | বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় | মদনমোহন মালব্য | 1915 |
22 | বসু বিজ্ঞান মন্দির | জগদীশচন্দ্র বসু | 1917 |
23 | বিশ্বভারতী | রবীন্দ্রনাথ ঠাকুর | 1921 |
নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।
ভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য সংঘ/সমিতি/দল তালিকা PDF | Download |
ভারতীয় ইতিহাসে সংবাদপত্র তালিকা PDF | Download |
প্রশ্নঃ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।
প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত?
উত্তরঃ 1800 খ্রিস্টাব্দের 10 জুলাই ফোর্ট উইলিয়াম কলেজ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্নঃ স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
প্রশ্নঃ হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন।
প্রশ্নঃ কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?
উত্তরঃ 1857 খ্রিস্টাব্দের 24 জানুয়ারী।
প্রশ্নঃ বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ জগদীশ চন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।
প্রশ্নঃ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।
প্রশ্নঃ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ মদন মোহন মালব্য।
Pingback: [PDF] সমসাময়িক ভাইসরয় / গভর্নর জেনারেল ও গুরুত্বপূর্ণ বিষয় PDF
Pingback: [PDF] ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা PDF