ভারতীয় ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF

ভারতীয় ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF
PDF Nameভারতীয় ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF
No. of Pages2
PDF Size76 kb
LanguageBengali
PDF CategoryHistory
Published/UpdatedAugust 30, 2021
Source / CreditsBangla Pdf
Uploaded ByBanglaPdf

ভারতীয় ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF

ভারতীয় ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে ভারতের শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF টি সম্পাদন করা হয়েছে।

ক্রমপ্রতিষ্ঠানপ্রতিষ্ঠাতাসময়কাল
1কলকাতা মাদ্রাসাওয়ারেন হেস্টিংস1781
2এশিয়াটিক সোসাইটিউইলিয়াম জোন্স1784
3বেনারস সংস্কৃত কলেজজোনাথন ডানকান1792
4ফোর্ট উইলিয়াম কলেজলর্ড ওয়েলেসলি1800
5শ্রীরামপুর মিশনউইলিয়াম কেরি1800
6স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার1817
7হিন্দু কলেজডেভিড হেয়ার1817
8অ্যাংলো হিন্দু স্কুলরাজা রামমোহন রায়1822
9অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনডিরোজিও1828
10স্কটিশ চার্চ কলেজআজেকজাণ্ডার ডাফ1830
11ক্যালকাটা মেডিকেল কলেজলর্ড বেন্টিক1835
12তত্ত্ববোধিনী পাঠশালাদেবেন্দ্রনাথ ঠাকুর1840
13বেথুন স্কুলঈশ্বচন্দ্র বিদ্যাসাগর1849
14কলকাতা বিশ্ববিদ্যালয়ব্রিটিশ সরকার1857
16মাদ্রাজ বিশ্ববিদ্যালয় ব্রিটিশ ব্রিটিশ1857
17বোম্বাই বিশ্ববিদ্যালয় ব্রিটিশ সরকার 1857
19ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিলসতীশচন্দ্র মুখোপাধ্যায়1905
20যাদবপুর বিশ্ববিদ্যালয়আচার্য প্রফুল চন্দ্র রায়1906
21বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়মদনমোহন মালব্য1915
22বসু বিজ্ঞান মন্দিরজগদীশচন্দ্র বসু1917
23বিশ্বভারতীরবীন্দ্রনাথ ঠাকুর1921

নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।


ভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য সংঘ/সমিতি/দল তালিকা PDFDownload
ভারতীয় ইতিহাসে সংবাদপত্র তালিকা PDFDownload

প্রশ্নঃ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত?

উত্তরঃ 1800 খ্রিস্টাব্দের 10 জুলাই ফোর্ট উইলিয়াম কলেজ সালে প্রতিষ্ঠিত হয়।

প্রশ্নঃ স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

প্রশ্নঃ হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন।

প্রশ্নঃ কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?

উত্তরঃ 1857 খ্রিস্টাব্দের 24 জানুয়ারী।

প্রশ্নঃ বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ জগদীশ চন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।

প্রশ্নঃ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে?

উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।

প্রশ্নঃ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ মদন মোহন মালব্য।

2 thoughts on “ভারতীয় ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF”

  1. Pingback: [PDF] সমসাময়িক ভাইসরয় / গভর্নর জেনারেল ও গুরুত্বপূর্ণ বিষয় PDF

  2. Pingback: [PDF] ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা PDF

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *