ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা PDF

ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা PDF
PDF Nameভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা PDF
No. of Pages2
PDF Size91 kb
LanguageBengali
PDF CategoryGeography
Published/UpdatedSeptember 20, 2021
Source / CreditsBangla Pdf
Uploaded ByBanglaPdf

ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা PDF

ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত তালিকা PDF টি সম্পাদন করা হয়েছে।

জলপ্রপাতউচ্চতাঅবস্থাননদী
কুঞ্চিকাল455 মি.কর্ণাটকসরাবতী
গেরোসোপ্পা275 মি. কর্ণাটক সরাবতী
এন্না180 মি.উড়িষ্যা এন্না
ডুডুমা160 মি. উড়িষ্যা মুচকুন্ড
ওড্ডা145 মি.মধ্যপ্রদেশওড্ডা
চাচাই127 মি.মধ্যপ্রদেশচাচাই
শিবসমুদ্রম101 মি.তামিলনাড়ুকাবেরী
কেওতি98 মি.মধ্যপ্রদেশমাহানা
হুড্রু 98 মি. ঝাড়খন্ডসুবর্ণরেখা
পূর্বা70 মি.মধ্যপ্রদেশটমসা
দশম40 মি.ঝাড়খন্ডকাঞ্চি
এথিরাপপিল্লি***কেরালাচালাকুডি
ছুনছানাকাটে *** কর্ণাটককাবেরী
দুধসাগর *** গোয়া-কর্ণাটকসীমান্তেমান্ডবী
মারকানডেয়া *** কর্ণাটক মারকানডেয়া
ভাঝচাল *** কেরালাচারাককুডি
এলিফ্যান্ট *** মেঘালয়***
বিডন *** মেঘালয়উমিয়াম
সুইট *** মেঘালয়***
বিশপ *** মেঘালয় উমিয়াম
কপিলধারা *** মধ্যপ্রদেশনর্মদা
সহস্রধারা *** মধ্যপ্রদেশনর্মদা
দুগ্দ্ধধারা *** মধ্যপ্রদেশনর্মদা
ধুঁয়াধার *** মধ্যপ্রদেশনর্মদা

নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।


ভারতের উল্লেখযোগ্য গিরিপথ তালিকা PDFDownload
ভারতের পাহাড় পর্বত PDFDownload

প্রশ্নঃ কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত?

উত্তরঃ কর্ণাটক।

প্রশ্নঃ শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ তামিলনাড়ু।

প্রশ্নঃ ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?

উত্তরঃ নর্মদা।

প্রশ্নঃ কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ মধ্যপ্রদেশ।

প্রশ্নঃ ভারতের উচ্চতম জলপ্রপাত নাম কি?

উত্তরঃ কুঞ্চিকাল (455 মি.)

প্রশ্নঃ হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?

উত্তরঃ সুবর্ণরেখা।

প্রশ্নঃ দশম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?

উত্তরঃ কাঞ্চি।

2 thoughts on “ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা PDF”

  1. Pingback: [PDF] ভারতের জাতীয় উদ্যান তালিকা PDF - Bangla PDF

  2. Pingback: [PDF] ভারতের বহুমুখী নদী পরিকল্পনা তালিকা PDF - Bangla PDF

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *