PDF Name | স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য মামলা তালিকা PDF |
No. of Pages | 2 |
PDF Size | 68 kb |
Language | Bengali |
PDF Category | History |
Published/Updated | August 25, 2021 |
Source / Credits | Bangla Pdf |
Uploaded By | BanglaPdf |
স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য মামলা তালিকা PDF
স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য মামলা তালিকা PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে ভারতের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য মামলা তালিকা PDF টি সম্পাদন করা হয়েছে।
1. আলিপুর বোমা মামলা
- সময়কালঃ 1908 খ্রীঃ
- স্থানঃ কলকাতা
- অভিযুক্তঃ অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ, উল্লাসকর দত্ত, কানাইলাল দত্ত, সত্যেন বসু, প্রদ্যোৎ ভট্টাচার্য।
2. নাসিক ষড়যন্ত্র মামলা
- সময়কালঃ 1909 খ্রীঃ
- স্থানঃ নাসিক
- অভিযুক্তঃ অনন্ত লক্ষণ কানহেরি, কৃষ্ণগোপাল কার্ভে, নারায়ণ দেশপান্ডের ফাঁসি হয়।
3. হাওড়া ষড়যন্ত্র মামলা
- সময়কালঃ 1910 খ্রীঃ
- স্থানঃ হাওড়া
- অভিযুক্তঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যদুগোপাল মুখার্জি, নরেন্দ্রনাথ ভট্টাচার্য ও ভূপতি মজুমদার।
4. রাজাবাজার বোমা ষড়যন্ত্র মামলা
- সময়কালঃ 1912 খ্রীঃ
- স্থানঃ কলকাতা
- অভিযুক্তঃ অমৃত হাজরা, শশাঙ্ক হাজরা, দীনেশ সেনগুপ্ত।
5. বরিশাল ষড়যন্ত্র মামলা
- সময়কালঃ 1912-13 খ্রীঃ
- স্থানঃ বরিশাল
- অভিযুক্তঃ পুলিন বিহারি দাশ
6. দিল্লী ষড়যন্ত্র মামলা
- সময়কালঃ 1914 খ্রীঃ
- স্থানঃ দিল্লি
- অভিযুক্তঃ আমির চাঁদ, অবোধ বিহারি, বালমুকুন্দ, বসন্ত বিশ্বাস অভিযুক্ত ছিলেন এবং বিচারে এদের ফাঁসি হয়।
7. বারাণসী ষড়যন্ত্র মামলা
- সময়কালঃ 1915-16 খ্রীঃ
- স্থানঃ বারাণসী
- অভিযুক্তঃ শচীন্দ্রনাথ সান্যাল, গিরিজা দত্ত, নলিনী মুখোপাধ্যায় প্রমুখ।
8. প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা
- সময়কালঃ 1915 খ্রীঃ
- স্থানঃ লাহোর
- অভিযুক্তঃ রাসবিহারী বসু, বিষ্ণুগনেশ পিঙ্লে, কর্তার সিং, জগৎ সিং, হরনাম সিং সহ 61 জন অভিযুক্ত ছিলেন।
9. রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা
- সময়কালঃ 1916 খ্রীঃ
- স্থানঃ কাবুল
- অভিযুক্তঃ মৌলানা ওবেদুল্লা, মামুদ হাসান এবং ভারে মৌলানা আবুল কালাম আজাদ গ্রেপ্তার হন।
10. তৃতীয় লাহোর ষড়যন্ত্র মামলা
- সময়কালঃ 1916-17 খ্রীঃ
- স্থানঃ লাহোর
- অভিযুক্তঃ এই মামলায় অভিযুক্তদের মধ্যে 6 জনের ফাঁসি ও 45 জনের দ্বীপান্তর হয়।
11. কানপুর ষড়যন্ত্র মামলা
- সময়কালঃ 1924 খ্রীঃ
- স্থানঃ কানপুর
- অভিযুক্তঃ মুজাফ্ফর আহমেদ, নলিনী গুপ্ত ও শওকত ওসমানীকে গ্রেপ্তার করা হয়।
12. কাকোরি ষড়যন্ত্র মামলা
- সময়কালঃ 1925 খ্রীঃ 9 আগস্ট
- স্থানঃ কাকোরি, লখনৌ
- অভিযুক্তঃ রমাপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, রোশন সিং এবং আশফাক উল্লাহর ফাঁসি হয়।
13. দক্ষিনেশ্বর বোমা মামলা
- সময়কালঃ 1925 খ্রীঃ
- স্থানঃ কলকাতা
- অভিযুক্তঃ 87 জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে অনন্ত হরি মিত্র ও প্রমোদরঞ্জন চৌধীরকে প্রাণদন্ড দেওয়া হয়।
14. লাহোর ষড়যন্ত্র মামলা
- সময়কালঃ 1929 খ্রীঃ
- স্থানঃ লাহোর
- অভিযুক্তঃ ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, রাজগুরু, সুখদেব, শিবকর্মা, বিজয় সিং, অজয় ঘোষ।
15. মীরাট ষড়যন্ত্র মামলা
- সময়কালঃ 1929 খ্রীঃ
- স্থানঃ মীরাট
- অভিযুক্তঃ মুজাফ্ফর আহমেদ, এস. এ ডাঙ্গে, পি সি জোশি, গঙ্গাধর অধিকারী, শিবনাথ ব্যানার্জি প্রমুখ।
নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।
Pingback: [PDF] ভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য সংঘ/সমিতি/দল তালিকা PDF