ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা PDF

ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা PDF
PDF Nameভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা PDF
No. of Pages3
PDF Size125 kb
LanguageBengali
PDF CategoryGeography
Published/UpdatedSeptember 9, 2021
Source / CreditsBangla Pdf
Uploaded ByBanglaPdf

ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা PDF

ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে ভারতের বর্তমান 28 টি রাজ্য এবং 8 টি কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা PDF টি সম্পাদন করা হয়েছে।

রাজ্যআয়তন (km2)রাজধানীবিশেষ তথ্য
রাজস্থান342239জয়পুরআয়তনে ভারতের বৃহত্তম রাজ্য।
মধ্যপ্রদেশ308252ভোপাল“ভারতের হৃদয়” নামে পরিচিত।
মহারাষ্ট্র307716মুম্বাইভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য।
উত্তরপ্রদেশ240928লক্ষনৌভারতের সর্বাধিক জনবহুল রাজ্য।
গুজরাট196024গান্ধীনগরভারতের দীর্ঘতম উপকূল রেখা। (প্রায় 1600 কিমি)
কর্ণাটক191791বেঙ্গালুরুচন্দন কাঠ প্রসিদ্ধ।
অন্ধ্রপ্রদেশ160205অমরাবতীভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য।
উড়িষ্যা155782ভুবেনশ্বরভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুঁদ অবস্থিত।
ছত্তিসগড়136034রায়পুর
তামিলনাড়ু130058চেন্নাইভারতের দক্ষিণতম রাজ্য।
তেলেঙ্গানা112077হায়দ্রাবাদভারতের নবীনতম রাজ্য। (2014)
বিহার94163পাটনাভারতের সর্বাধিক জনঘনত্ব সম্পন্ন রাজ্য। (1102জন /বর্গকিমি )
পশ্চিমবঙ্গ88752কোলকাতাজনঘনত্বে ভারতের দ্বিতীয় রাজ্য। (1029জন/বর্গকিমি)
অরুণাচল প্রদেশ83743ইটানগরভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্য। (17জন /বর্গকিমি )
ঝাড়খন্ড79714রাঁচি‘খনিজ ভান্ডার’ নামে পরিচিত।
অসম78438দিসপুরসাতটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে।
হিমাচল প্রদেশ55673সিমলা“ভারতের আপেল রাজ্য” নামে পরিচিত।
উত্তরাখন্ড53484দেরাদুন‘দেবতার বাসভূমি’ (The land of Gods) নামে পরিচিত।
পাঞ্জাব50362চন্ডিগড়‘পঞ্চনদের দেশ’ নামে পরিচিত।
হরিয়ানা38863চন্ডীগড়ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাত। (877:1000)
কেরল38863তিরুবন্তপুরমভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য।
মেঘালয়22429শিলংপৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত ‘মৌসিনরাম’ এই রাজ্যে অবস্থিত।
মণিপুর22327ইমফলতিনটি রাজ্য এবং একটি প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে।
মিজোরাম21081আইজলসর্বাধিক তফশিলি-উপজাতি নির্ভর করে।
নাগাল্যান্ড16579কোহিমাসরকারী ভাষা ইংরেজি।
ত্রিপুরা10429আগরতলা
সিকিম7096গ্যাংটকভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য।
গোয়া3702পানাজীআয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য।

কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা:-

কেন্দ্রশাসিত অঞ্চলআয়তন (বর্গকিমি)রাজধানীতথ্য
আন্দামান ও নিকোবর8249পোর্টব্লেয়ারসর্বনিম্ন জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চল।
পুডুচেরি479পুডুচেরিপূর্বনাম পন্ডিচেরী
দাদরা ও নগর হাভেলি – দমন ও দিউ603সিলভাসা2020 সালের 26 জানুয়ারী দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ যুক্ত হয়।
লাক্ষাদ্বীপ32কাভারত্তিআয়তনে ক্ষুদ্রতম এবং সর্বনিম্ন জনসংখা বিশিষ্ট।
চন্ডীগড়114চন্ডীগড়পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী।
জম্মু ও কাশ্মীর42241শ্রীনগর (গ্রীষ্ম), জম্মু (শীত)‘ভূস্বর্গ’ নামে পরিচিত।
লাদাক59146লেহবৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল।
দিল্লী1483নতুন দিল্লীসর্বাধিক জনঘনত্ব এবং সর্বাধিক জনসংখ্যা বহুল কেন্দ্রশাসিত অঞ্চল।

নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।


সমসাময়িক ভাইসরয় / গভর্নর জেনারেল ও গুরুত্বপূর্ণ বিষয় PDFDownload
ভারতীয় ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDFDownload

প্রশ্নঃ ভারতের জনবহুল রাজ্য কোনটি?

উত্তরঃ উত্তরপ্রদেশ।

প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি?

উত্তরঃ রাজস্থান।

প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

উত্তরঃ লাদাক।

প্রশ্নঃ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী?

উত্তরঃ চন্ডীগড়।

প্রশ্নঃ ভারতের নবগঠিত রাজ্য কোনটি?

উত্তরঃ তেলেঙ্গানা।

প্রশ্নঃ ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি?

উত্তরঃ গোয়া।

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে জনসংখ্যা কম?

উত্তরঃ সিকিম।

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি?

উত্তরঃ বিহার।

প্রশ্নঃ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি?

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।

2 thoughts on “ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা PDF”

  1. Pingback: [PDF] ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বৈশিষ্টমূলক তুলনা PDF

  2. Pingback: [PDF] ভারতের প্রতিবেশী দেশের সীমান্তবর্তী রাজ্য তালিকা PDF

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *