PDF Name | বিভিন্ন রেলওয়ে জোন এবং সদরদপ্তর তালিকা PDF |
No. of Pages | 1 |
PDF Size | 74 kb |
Language | Bengali |
PDF Category | Geography |
Published/Updated | September 21, 2021 |
Source / Credits | Bangla Pdf |
Uploaded By | BanglaPdf |
বিভিন্ন রেলওয়ে জোন এবং সদরদপ্তর তালিকা PDF
বিভিন্ন রেলওয়ে জোন এবং সদরদপ্তর তালিকা PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে ভারতের রেলওয়ে জোন এবং সদরদপ্তর তালিকা PDF টি সম্পাদন করা হয়েছে।
ক্রম | রেলওয়ে জোন | দৈর্ঘ (Km) | সদরদপ্তর |
---|---|---|---|
1 | উত্তর রেলওয়ে | 6968 | দিল্লী |
2 | উত্তর-পূর্ব রেলওয়ে | 3667 | গোরক্ষপুর |
3 | উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে | 3907 | গোয়াহাটি |
4 | পূর্ব রেলওয়ে | 2414 | কোলকাতা |
5 | দক্ষিণ-পূর্ব রেলওয়ে | 2631 | কোলকাতা |
6 | দক্ষিণ-মধ্য রেলওয়ে | 5803 | সেকেন্দ্রাবাদ |
7 | দক্ষিণ রেলওয়ে | 5908 | চেন্নাই |
8 | মধ্য রেলওয়ে | 3905 | মুম্বাই |
9 | পশ্চিম রেলওয়ে | 6182 | মুম্বাই |
10 | দক্ষিণ-পশ্চিম রেলওয়ে | 3177 | হুব্বালি |
11 | উত্তর-পশ্চিম রেলওয়ে | 5459 | জয়পুর |
12 | পশ্চিম-মধ্য রেলওয়ে | 2965 | জ্বব্বলপুর |
13 | উত্তর-মধ্য রেলওয়ে | 3151 | এলাহাবাদ |
14 | উত্তর-পূর্ব মধ্য রেলওয়ে | 2447 | বিলাসপুর |
15 | পূর্ব উপকূল রেলওয়ে | 2572 | ভুবনেশ্বর |
16 | পূর্ব মধ্য রেলওয়ে | 3628 | হাজীপুর |
17 | মেট্রো রেল | 660 | কোলকাতা |
18 | দক্ষিন উপকূল রেলওয়ে | 3496 | বিশাখাপত্তম |
নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।
প্রশ্নঃ উত্তর রেলের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ দিল্লী।
প্রশ্নঃ দক্ষিন পশ্চিম রেলের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ হুব্বালি।
প্রশ্নঃ মেট্রো রেলের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ কোলকাতা।
প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম রেল স্টেশনের নাম কি
উত্তরঃ উত্তরপ্রদেশের গোরক্ষপুর রেল স্টেশন। (1366 মিটার। )
প্রশ্নঃ দক্ষিণ রেলওয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ চেন্নাই।
প্রশ্নঃ ভারতে প্রথম রেল কত সালে চলে?
উত্তরঃ 16 জুলাই 1853 সালে।
প্রশ্নঃ ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউ দিল্লী।
প্রশ্নঃ ভারতের প্রথম রেল মন্ত্রীর নাম কি?
উত্তরঃ ভারতের প্রথম রেল মন্ত্রী – জন মাথাই।
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা রেল মন্ত্রীর নাম কি?
উত্তরঃ মমতা ব্যানার্জী।
প্রশ্নঃ ভারতের বৃহত্তম রেল কোচ নির্মাণ কেন্দ্র তামিলনাড়ুর কোথায় অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ুর পেরাম্বুর -এ অবস্থিত।
Pingback: ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF - Bangla PDF
Pingback: এক নজরে পশ্চিমবঙ্গ PDF Download - Bangla PDF