ভারতের বহুমুখী নদী পরিকল্পনা তালিকা PDF

ভারতের বহুমুখী নদী পরিকল্পনা তালিকা
PDF Nameভারতের বহুমুখী নদী পরিকল্পনা তালিকা PDF
No. of Pages2
PDF Size88 kb
LanguageBengali
PDF CategoryGeography
Published/UpdatedSeptember 20, 2021
Source / CreditsBangla Pdf
Uploaded ByBanglaPdf

ভারতের বহুমুখী নদী পরিকল্পনা তালিকা PDF

ভারতের বহুমুখী নদী পরিকল্পনা তালিকা PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে ভারতের উল্লেখযোগ্য বহুমুখী নদী পরিকল্পনা তালিকা PDF টি সম্পাদন করা হয়েছে।

ক্রমনদী পরিকল্পনানদীঅবস্থান
1নাগার্জুন সাগরকৃষ্ণাঅন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা
2তুঙ্গভদ্রাতুঙ্গভদ্রাঅন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক
3শ্রীশৈলম প্রকল্পকৃষ্ণাঅন্ধ্রপ্রদেশ
4কৃষ্ণ সাগর বাঁধকাবেরীতামিলনাড়ু
5শিবসমুদ্রম প্রকল্পকাবেরীকর্ণাটক
6কুন্ডা প্রকল্পকুন্ডাতামিলনাড়ু
7গন্ডকগন্ডকবিহার ও উত্তর প্রদেশ
8কোশিকোশিবিহার
9চম্বল প্রকল্পচম্বলমধ্যপ্রদেশ ও রাজস্থান
10নর্মদা প্রকল্পনর্মদামধ্যপ্রদেশ
11হীরাকুঁদ বাঁধমহানদীউড়িষ্যা
12ভাকরা নাঙ্গাল প্রকল্পশতদ্রুহিমাচল প্রদেশ
13উকাই ও কাঁকড়াপাড়াতাপ্তীগুজরাট
14রামগঙ্গা প্রকল্পরামগঙ্গাউত্তর প্রদেশ
15ফারাক্কা প্রকল্পগঙ্গা ও ভাগীরথীপশ্চিমবঙ্গ
16ইদুক্কি প্রকল্পপেরিয়ারকেরালা
17ঘাতপ্রভা প্রকল্পঘাতপ্ৰভাঅন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক
18নিজাম সাগরমঞ্জিরাতেলঙ্গানা ও কর্ণাটক
19ময়ূরাক্ষীময়ূরাক্ষীপশ্চিমবঙ্গ
20দামোদর প্রকল্পদামোদরপশ্চিমবঙ্গ
21তেহরি প্রকল্পভাগীরথীউত্তরাঞ্চল
22সুবর্ণরেখা প্রকল্পসুবর্ণরেখাঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ
23নাপিথা ঝাকড়ি প্রকল্পশতদ্রুহিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা
24বিপাশা প্রকল্পবিপাশাপাঞ্জাব, হরিয়ানা
25রিহান্দ প্রকল্পরিহান্দউত্তরপ্রদেশ
26লোকটাক প্রকল্পলোকটাক হ্রদমনিপুর

নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।


ভারতের পাহাড় পর্বত PDFDownload
ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা PDFDownload

প্রশ্নঃ নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত?

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা।

প্রশ্নঃ হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?

উত্তরঃ মহানদী।

প্রশ্নঃ তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?

উত্তরঃ ভাগীরথী।

প্রশ্নঃ ভাকরা নাঙ্গাল প্রকল্প টি কোন নদীর উপর অবস্থিত?

উত্তরঃ শতদ্রু।

প্রশ্নঃ ফারাক্কা বাঁধ কোথায় অবস্থিত?

উত্তরঃ পশ্চিমবঙ্গের মালদা জেলায়।

প্রশ্নঃ উকাই প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ গুজরাটের তাপ্তি নদীর উপর অবস্থিত।

2 thoughts on “ভারতের বহুমুখী নদী পরিকল্পনা তালিকা PDF”

  1. Pingback: [PDF] ভারতের জাতীয় উদ্যান তালিকা PDF - Bangla PDF

  2. Pingback: ভারতের বন্যপ্রাণী অভয়ারণ্য তালিকা PDF - Bangla PDF

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *