PDF Name | ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF |
No. of Pages | 2 |
PDF Size | 61 kb |
Language | Bengali |
PDF Category | Geography |
Published/Updated | September 21, 2021 |
Source / Credits | Bangla Pdf |
Uploaded By | BanglaPdf |
ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF
ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে ভারতের নদী তীরবর্তী উল্লেখযোগ্য শহর তালিকা টি সম্পাদন করা হয়েছে।
ক্রম | শহর | নদী |
---|---|---|
1 | হরিদ্বার | গঙ্গা |
2 | কানপুর | গঙ্গা |
3 | এলাহাবাদ | গঙ্গা |
4 | বারাণসী | গঙ্গা |
5 | পাটনা | গঙ্গা |
6 | ভাগলপুর | গঙ্গা |
7 | কোলকাতা | হুগলি |
8 | দিল্লী | যমুনা |
9 | মথুরা | যমুনা |
10 | আগ্রা | যমুনা |
11 | ডিব্রুগড় | ব্রহ্মপুত্র |
12 | গুয়াহাটি | ব্রহ্মপুত্র |
13 | ধুবরী | ব্রহ্মপুত্র |
14 | শ্রীনগর | ঝিলম/ বিতস্তা |
15 | লেহ | সিন্ধু |
16 | ভাকরা | শতদ্রু |
17 | লুধিয়ানা | শতদ্রু |
18 | ফিরোজপুর | শতদ্রু |
19 | রাঁচি | সুবর্ণরেখা |
20 | বালেশ্বর | সুবর্ণরেখা |
21 | কটক | মহানদী |
22 | নাসিক | গোদাবরী |
23 | বিজয়ওয়াড়া | কৃষ্ণা |
24 | হায়দ্রাবাদ | মুসী |
25 | সেকেন্দ্রাবাদ | মুসী |
26 | মহীশূর | কাবেরী |
27 | তিরুচিরাপল্লী | কাবেরী |
28 | শ্রীরঙ্গপত্তনম | কাবেরী |
29 | থাঞ্জাভুর | কাবেরী |
30 | কোয়েম্বাটুর | নোয়ালি |
31 | জব্বলপুর | নর্মদা |
32 | সুরাট | তাপ্তি |
33 | আমেদাবাদ | সবরমতি |
34 | গান্ধীনগর | সবরমতি |
35 | কোটা | চম্বল |
36 | উজ্জয়নী | শিপ্রা |
37 | অযোধ্যা | সরয়ূ |
38 | লখনৌ | গোমতী |
39 | মাদুরাই | ভাইগই |
নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।
প্রশ্নঃ দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা নদী।
প্রশ্নঃ কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ হুগলী নদী।
প্রশ্নঃ অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সরয়ূ নদী।
প্রশ্নঃ থাঞ্জাভুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কাবেরী নদী।
প্রশ্নঃ বারাণসী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গঙ্গা নদী।
প্রশ্নঃ আগ্রা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা নদী।
প্রশ্নঃ গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ব্রহ্মপুত্র নদ।
প্রশ্নঃ শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ঝিলম/ বিতস্তা নদী।
প্রশ্নঃ রাঁচি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সুবর্ণরেখা নদী।
Pingback: এক নজরে পশ্চিমবঙ্গ PDF Download - Bangla PDF