ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF

ভারতের নদী তীরবর্তী শহর তালিকা
PDF Nameভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF
No. of Pages2
PDF Size61 kb
LanguageBengali
PDF CategoryGeography
Published/UpdatedSeptember 21, 2021
Source / CreditsBangla Pdf
Uploaded ByBanglaPdf

ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF

ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে ভারতের নদী তীরবর্তী উল্লেখযোগ্য শহর তালিকা টি সম্পাদন করা হয়েছে।

ক্রমশহরনদী
1হরিদ্বারগঙ্গা
2কানপুরগঙ্গা
3এলাহাবাদগঙ্গা
4বারাণসীগঙ্গা
5পাটনাগঙ্গা
6ভাগলপুরগঙ্গা
7কোলকাতাহুগলি
8দিল্লীযমুনা
9মথুরাযমুনা
10আগ্রাযমুনা
11ডিব্রুগড়ব্রহ্মপুত্র
12গুয়াহাটিব্রহ্মপুত্র
13ধুবরীব্রহ্মপুত্র
14শ্রীনগরঝিলম/ বিতস্তা
15লেহসিন্ধু
16ভাকরাশতদ্রু
17লুধিয়ানাশতদ্রু
18ফিরোজপুরশতদ্রু
19রাঁচিসুবর্ণরেখা
20বালেশ্বরসুবর্ণরেখা
21কটকমহানদী
22নাসিকগোদাবরী
23বিজয়ওয়াড়াকৃষ্ণা
24হায়দ্রাবাদমুসী
25সেকেন্দ্রাবাদমুসী
26মহীশূরকাবেরী
27তিরুচিরাপল্লীকাবেরী
28শ্রীরঙ্গপত্তনমকাবেরী
29থাঞ্জাভুরকাবেরী
30কোয়েম্বাটুরনোয়ালি
31জব্বলপুরনর্মদা
32সুরাটতাপ্তি
33আমেদাবাদসবরমতি
34গান্ধীনগরসবরমতি
35কোটাচম্বল
36উজ্জয়নীশিপ্রা
37অযোধ্যাসরয়ূ
38লখনৌগোমতী
39মাদুরাইভাইগই

নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।


বিভিন্ন রেলওয়ে জোন এবং সদরদপ্তর তালিকা PDFDownload
ভারতের খনিজ তেল শোধনাগার তালিকা PDFDownload

প্রশ্নঃ দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ যমুনা নদী।

প্রশ্নঃ কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ হুগলী নদী।

প্রশ্নঃ অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ সরয়ূ নদী।

প্রশ্নঃ থাঞ্জাভুর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ কাবেরী নদী।

প্রশ্নঃ বারাণসী কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ গঙ্গা নদী।

প্রশ্নঃ আগ্রা কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ যমুনা নদী।

প্রশ্নঃ গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ ব্রহ্মপুত্র নদ।

প্রশ্নঃ শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ ঝিলম/ বিতস্তা নদী।

প্রশ্নঃ রাঁচি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ সুবর্ণরেখা নদী।

1 thought on “ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF”

  1. Pingback: এক নজরে পশ্চিমবঙ্গ PDF Download - Bangla PDF

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *