PDF Name | ভাইসরয় / গভর্নর জেনারেল ও গুরুত্বপূর্ণ বিষয় PDF |
No. of Pages | 2 |
PDF Size | 112 kb |
Language | Bengali |
PDF Category | History |
Published/Updated | September 09, 2021 |
Source / Credits | Bangla Pdf |
Uploaded By | BanglaPdf |
সমসাময়িক ভাইসরয় / গভর্নর জেনারেল ও গুরুত্বপূর্ণ বিষয় PDF
সমসাময়িক ভাইসরয় / গভর্নর জেনারেল ও গুরুত্বপূর্ণ বিষয় PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে বিভিন্ন ভাইসরয় অথবা গভর্নর জেনারেল -এর শাসনকালে গুরুত্বপূর্ণ ঘটনাবলী PDF টি সম্পাদন করা হয়েছে।
ভাইসরয় / গভর্নর জেনারেল | গুরুত্বপূর্ণ বিষয় | সময়কাল |
---|---|---|
লর্ড ওয়ারেন হেস্টিংস | বাংলায় দ্বৈত শাসনের অবসান | 1772 |
লর্ড কর্ণওয়ালিশ | চিরস্থায়ী বন্দোবস্ত | 1793 |
লর্ড ওয়েলেসলি | অধীনতামূলক মিত্রতা নীতি | 1799-1800 |
লর্ড বেন্টিক | ইংরেজি শিক্ষার প্রবর্তন | 1833 |
লর্ড ডালহৌসি | স্বত্ববিলোপ নীতি | 1848 |
লর্ড ডালহৌসি | ভারতীয় রেলের সূচনা | 1853 |
লর্ড ডালহৌসি | I.C.S -এর সূচনা | 1853 |
লর্ড ডালহৌসি | P.W.D প্রতিষ্ঠা | 1854 |
লর্ড ক্যানিং | বিধবাবিবাহ আইন | 1856 |
লর্ড ক্যানিং | সিপাহী বিদ্রোহ | 1857 |
লর্ড লর্থব্রুক | নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন | 1876 |
লর্ড লিটন | সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স 21 থেকে কমিয়ে 19 করা হয় | 1876 |
লর্ড লিটন | মাতৃভাষা সংবাদপত্র আইন প্রবর্তন | 1878 |
লর্ড রিপন | মাতৃভাষা সংবাদপত্র আইন প্রত্যাহার | 1882 |
লর্ড ডাফরিন | ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন | 1885 |
লর্ড কার্জন | বঙ্গভঙ্গের সিধান্তের ঘোষণা | 1905 |
লর্ড হার্ডিঞ্জ | রাজা পঞ্চম জর্জের ভারত আগমন | 1911 |
দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ | দিল্লি দরবার | 1911 |
লর্ড চেমসফোর্ড | রাওলাট আইন | 1919 |
লর্ড রিডিং | মোপালা বিদ্রোহ | 1921 |
লর্ড আরউইন | সাইমন কমিশন গঠন | 1927 |
লর্ড আরউইন | প্রথম গোলটেবিল বৈঠক | 1930 |
লর্ড উইলিংডন | দ্বিতীয় গোলটেবিল বৈঠক | 1931 |
লর্ড উইলিংডন | সাম্প্রদায়িক বাটোয়ারা | 1932 |
লর্ড লিনলিথগো | প্রথম পাকিস্তান নামক পৃথক রাষ্ট্রগঠনের দাবি উত্থাপন | 1940 |
লর্ড লিনলিথগো | ভারতছাড়ো আন্দোলন | 1942 |
লর্ড লিনলিথগো | ক্রিপস মিশন | 1942 |
লর্ড ওয়েভেল | সিমলা কনফারেন্স | 1946 |
লর্ড মাউন্ট ব্যাটেন | ভারতের স্বাধীনতা প্রাপ্তি | 1947 |
লর্ড রিপন | ইলবার্ট বিল | *** |
লর্ড কার্জন | কলকাতা কর্পোরেশন আইন | *** |
লর্ড ওয়ারেন হেস্টিংস | একসালা ও পাঁচসালা ভূমি বন্দোবস্ত | *** |
লর্ড কর্ণওয়ালিশ | দশসালা ভূমি বন্দোবস্ত | *** |
লর্ড বেন্টিক | ভারতীয় দন্ডবিধি রচনার উদ্যোগ | *** |
লর্ড কর্ণওয়ালিশ | ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রবর্তক | *** |
নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।
ভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য সংঘ/সমিতি/দল তালিকা PDF | Download |
ভারতীয় ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF | Download |
প্রশ্নঃ বঙ্গভঙ্গ ঘোষণা করেন কে?
উত্তরঃ লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের ঘোষণা করেন।
প্রশ্নঃ কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়?
উত্তরঃ লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করেন।
প্রশ্নঃ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তরঃ 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্ণওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
প্রশ্নঃ দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিশ দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
প্রশ্নঃ অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন?
উত্তরঃ লর্ড ওয়েলেসলি।
প্রশ্নঃ স্বত্ববিলোপ নীতি এর প্রবর্তক কে?
উত্তরঃ লর্ড ডালহৌসি।
প্রশ্নঃ পাঁচসালা বন্দোবস্ত চালু করেন কে?
উত্তরঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।
প্রশ্নঃ মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন?
উত্তরঃ লর্ড লিটন।
প্রশ্নঃ রাওলাট আইন কে পাস করেন?
উত্তরঃ লর্ড চেমসফোর্ড।
Pingback: [PDF] ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা PDF