সমসাময়িক ভাইসরয় / গভর্নর জেনারেল ও গুরুত্বপূর্ণ বিষয় PDF

সমসাময়িক ভাইসরয়-গভর্নর জেনারেল ও গুরুত্বপূর্ণ বিষয় PDF
PDF Nameভাইসরয় / গভর্নর জেনারেল ও গুরুত্বপূর্ণ বিষয় PDF
No. of Pages2
PDF Size112 kb
LanguageBengali
PDF CategoryHistory
Published/UpdatedSeptember 09, 2021
Source / CreditsBangla Pdf
Uploaded ByBanglaPdf

সমসাময়িক ভাইসরয় / গভর্নর জেনারেল ও গুরুত্বপূর্ণ বিষয় PDF

সমসাময়িক ভাইসরয় / গভর্নর জেনারেল ও গুরুত্বপূর্ণ বিষয় PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে বিভিন্ন ভাইসরয় অথবা গভর্নর জেনারেল -এর শাসনকালে গুরুত্বপূর্ণ ঘটনাবলী PDF টি সম্পাদন করা হয়েছে।

ভাইসরয় / গভর্নর জেনারেলগুরুত্বপূর্ণ বিষয়সময়কাল
লর্ড ওয়ারেন হেস্টিংসবাংলায় দ্বৈত শাসনের অবসান1772
লর্ড কর্ণওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত1793
লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি1799-1800
লর্ড বেন্টিকইংরেজি শিক্ষার প্রবর্তন1833
লর্ড ডালহৌসিস্বত্ববিলোপ নীতি1848
লর্ড ডালহৌসিভারতীয় রেলের সূচনা1853
লর্ড ডালহৌসিI.C.S -এর সূচনা1853
লর্ড ডালহৌসিP.W.D প্রতিষ্ঠা1854
লর্ড ক্যানিংবিধবাবিবাহ আইন1856
লর্ড ক্যানিংসিপাহী বিদ্রোহ1857
লর্ড লর্থব্রুকনাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন1876
লর্ড লিটনসিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স 21 থেকে কমিয়ে 19 করা হয়1876
লর্ড লিটনমাতৃভাষা সংবাদপত্র আইন প্রবর্তন1878
লর্ড রিপনমাতৃভাষা সংবাদপত্র আইন প্রত্যাহার1882
লর্ড ডাফরিনভারতীয় জাতীয় কংগ্রেস গঠন1885
লর্ড কার্জনবঙ্গভঙ্গের সিধান্তের ঘোষণা1905
লর্ড হার্ডিঞ্জরাজা পঞ্চম জর্জের ভারত আগমন1911
দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জদিল্লি দরবার1911
লর্ড চেমসফোর্ডরাওলাট আইন1919
লর্ড রিডিংমোপালা বিদ্রোহ1921
লর্ড আরউইনসাইমন কমিশন গঠন1927
লর্ড আরউইনপ্রথম গোলটেবিল বৈঠক1930
লর্ড উইলিংডনদ্বিতীয় গোলটেবিল বৈঠক1931
লর্ড উইলিংডনসাম্প্রদায়িক বাটোয়ারা1932
লর্ড লিনলিথগোপ্রথম পাকিস্তান নামক পৃথক রাষ্ট্রগঠনের দাবি উত্থাপন1940
লর্ড লিনলিথগোভারতছাড়ো আন্দোলন1942
লর্ড লিনলিথগোক্রিপস মিশন1942
লর্ড ওয়েভেলসিমলা কনফারেন্স1946
লর্ড মাউন্ট ব্যাটেনভারতের স্বাধীনতা প্রাপ্তি1947
লর্ড রিপনইলবার্ট বিল***
লর্ড কার্জনকলকাতা কর্পোরেশন আইন***
লর্ড ওয়ারেন হেস্টিংসএকসালা ও পাঁচসালা ভূমি বন্দোবস্ত***
লর্ড কর্ণওয়ালিশদশসালা ভূমি বন্দোবস্ত***
লর্ড বেন্টিকভারতীয় দন্ডবিধি রচনার উদ্যোগ***
লর্ড কর্ণওয়ালিশভারতে ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রবর্তক***

নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।


ভারতীয় ইতিহাসে উল্লেখযোগ্য সংঘ/সমিতি/দল তালিকা PDFDownload
ভারতীয় ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDFDownload

প্রশ্নঃ বঙ্গভঙ্গ ঘোষণা করেন কে?

উত্তরঃ লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের ঘোষণা করেন।

প্রশ্নঃ কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়?

উত্তরঃ লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করেন।

প্রশ্নঃ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

উত্তরঃ 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্ণওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।

প্রশ্নঃ দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে?

উত্তরঃ লর্ড কর্ণওয়ালিশ দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন।

প্রশ্নঃ অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন?

উত্তরঃ লর্ড ওয়েলেসলি।

প্রশ্নঃ স্বত্ববিলোপ নীতি এর প্রবর্তক কে?

উত্তরঃ লর্ড ডালহৌসি।

প্রশ্নঃ পাঁচসালা বন্দোবস্ত চালু করেন কে?

উত্তরঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।

প্রশ্নঃ মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন?

উত্তরঃ লর্ড লিটন।

প্রশ্নঃ রাওলাট আইন কে পাস করেন?

উত্তরঃ লর্ড চেমসফোর্ড।

1 thought on “সমসাময়িক ভাইসরয় / গভর্নর জেনারেল ও গুরুত্বপূর্ণ বিষয় PDF”

  1. Pingback: [PDF] ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা PDF

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *