PDF Name | এক নজরে পশ্চিমবঙ্গ PDF |
No. of Pages | 2 |
PDF Size | 98 kb |
Language | Bengali |
PDF Category | Geography |
Published/Updated | September 21, 2021 |
Source / Credits | Bangla Pdf |
Uploaded By | BanglaPdf |
এক নজরে পশ্চিমবঙ্গ PDF
এক নজরে পশ্চিমবঙ্গ PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে এক এক নজরে পশ্চিমবঙ্গ PDF টি সম্পাদন করা হয়েছে।
1 | রাজধানী | কোলকাতা |
2 | আয়তন | 88,752 বর্গকিমি * ভারতের মধ্যে ত্রয়োদশ। (13 তম) |
3 | বৃহত্তম জেলা | দক্ষিণ 24 পরগনা (9960 বর্গকিমি ) |
4 | ক্ষুদ্রতম জেলা | কোলকাতা (185 বর্গকিমি ) |
5 | আক্ষাঙ্শ | 27°10′ – 21°38′ উত্তর |
6 | দ্রাঘিমাংশ | 89°50′ – 85°50′ পূর্ব |
7 | আন্তর্জাতিক সীমানা | 7,516.6 কিমি |
8 | জনসংখ্যা | 91,276,115 জন (2011) *ভারতের চতুর্থ জনবহুল রাজ্য। * ভারতের মোট জনসংখ্যার 7.4 % পশ্চিমবঙ্গে বাস করে । |
9 | সর্বাধিক জনবহুল জেলা | উত্তর 24 পরগনা |
10 | সর্বনিম্ন জনবহুল জেলা | কালিম্পঙ |
11 | পুরুষ | 46,809,027 জন (2011) |
12 | মহিলা | 44,467,088 জন (2011) |
13 | জনঘনত্ব | 1028 / বর্গকিমি *রাজ্যের মধ্যে দ্বিতীয়। |
14 | সর্বাধিক জনঘনত্ব জেলা | কলকাতা (24252জন /বর্গকিমি) |
15 | সর্বনিম্ন জনঘনত্ব জেলা | কালিম্পঙ (241জন /বর্গকিমি) |
16 | লিঙ্গ অনুপাত | 950 |
17 | সর্বাধিক লিঙ্গ অনুপাত জেলা | দার্জিলিং (971) |
18 | সর্বাধিক লিঙ্গ অনুপাত জেলা | কলকাতা (899) |
19 | স্বাক্ষরতার হার | 76.26 % |
20 | সর্বাধিক স্বাক্ষর জেলা | মেদিনীপুর (87.66) |
21 | সর্বনিম্ন স্বাক্ষর জেলা | উত্তর দিনাজপুর (60.13) |
22 | জেলা সংখ্যা | 23 টি |
23 | উচ্চতম শৃঙ্গ | সান্দাকফু |
24 | রাজ্যের পাখি | স্বেত কন্ঠী মাছরাঙা |
25 | রাজ্যের পশু | মেছো বিড়াল |
26 | রাজ্যের ফুল | শিউলি |
27 | রাজ্যের গাছ | ছাতিম |
28 | লোকসভার আসন | 42টি |
29 | রাজ্যসভা আসন | 16টি |
30 | বিধানসভা আসন | 294টি |
31 | প্রতিবেশী রাজ্য | বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, আসাম, সিকিম |
32 | সীমান্তরবর্তী দেশ | নেপাল, ভুটান ও বাংলাদেশ। |
নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ দক্ষিণ 24 পরগনা (9960 বর্গকিমি )
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তরঃ কোলকাতা (185 বর্গকিমি )
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা কোনটি?
উত্তরঃ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান (7 এপ্রিল 2017), ঝাড়গ্রাম (4 এপ্রিল 2017), কালিম্পঙ (14 ফেব্রুয়ারী 2017), আলিপুর দুয়ার (25 জুন 2014)
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী?
উত্তরঃ শিউলি।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি?
উত্তরঃ স্বেত কন্ঠী মাছরাঙা।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি?
উত্তরঃ মেছো বিড়াল।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উত্তরঃ কোলকাতা।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গ ভারতের কততম বৃহত্তম রাজ্য?
উত্তরঃ ভারতের মধ্যে ত্রয়োদশ। (13 তম)
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা?
উত্তরঃ উত্তর 24 পরগনা।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত?
উত্তরঃ 1028 / বর্গকিমি।
Pingback: এক নজরে ভারত PDF Download - Bangla PDF
Pingback: পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম তালিকা PDF - Bangla PDF