এক নজরে পশ্চিমবঙ্গ PDF

এক নজরে পশ্চিমবঙ্গ
PDF Nameএক নজরে পশ্চিমবঙ্গ PDF
No. of Pages2
PDF Size98 kb
LanguageBengali
PDF CategoryGeography
Published/UpdatedSeptember 21, 2021
Source / CreditsBangla Pdf
Uploaded ByBanglaPdf

এক নজরে পশ্চিমবঙ্গ PDF

এক নজরে পশ্চিমবঙ্গ PDF: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে এক এক নজরে পশ্চিমবঙ্গ PDF টি সম্পাদন করা হয়েছে।

1রাজধানীকোলকাতা
2আয়তন88,752 বর্গকিমি
* ভারতের মধ্যে ত্রয়োদশ। (13 তম)
3বৃহত্তম জেলাদক্ষিণ 24 পরগনা (9960 বর্গকিমি )
4ক্ষুদ্রতম জেলাকোলকাতা (185 বর্গকিমি )
5আক্ষাঙ্শ27°10′ – 21°38′ উত্তর
6দ্রাঘিমাংশ89°50′ – 85°50′ পূর্ব
7আন্তর্জাতিক সীমানা7,516.6 কিমি
8জনসংখ্যা91,276,115 জন (2011)
*ভারতের চতুর্থ জনবহুল রাজ্য।
* ভারতের মোট জনসংখ্যার 7.4 % পশ্চিমবঙ্গে বাস করে ।
9সর্বাধিক জনবহুল জেলাউত্তর 24 পরগনা
10সর্বনিম্ন জনবহুল জেলাকালিম্পঙ
11পুরুষ46,809,027 জন (2011)
12মহিলা44,467,088 জন (2011)
13জনঘনত্ব1028 / বর্গকিমি
*রাজ্যের মধ্যে দ্বিতীয়।
14সর্বাধিক জনঘনত্ব জেলাকলকাতা (24252জন /বর্গকিমি)
15সর্বনিম্ন জনঘনত্ব জেলাকালিম্পঙ (241জন /বর্গকিমি)
16লিঙ্গ অনুপাত950
17সর্বাধিক লিঙ্গ অনুপাত জেলাদার্জিলিং (971)
18সর্বাধিক লিঙ্গ অনুপাত জেলা কলকাতা (899)
19স্বাক্ষরতার হার76.26 %
20সর্বাধিক স্বাক্ষর জেলামেদিনীপুর (87.66)
21সর্বনিম্ন স্বাক্ষর জেলাউত্তর দিনাজপুর (60.13)
22জেলা সংখ্যা23 টি
23উচ্চতম শৃঙ্গসান্দাকফু
24রাজ্যের পাখিস্বেত কন্ঠী মাছরাঙা
25রাজ্যের পশুমেছো বিড়াল
26রাজ্যের ফুলশিউলি
27রাজ্যের গাছছাতিম
28লোকসভার আসন42টি
29রাজ্যসভা আসন16টি
30বিধানসভা আসন294টি
31প্রতিবেশী রাজ্যবিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, আসাম, সিকিম
32সীমান্তরবর্তী দেশনেপাল, ভুটান ও বাংলাদেশ।

নিচের দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।


ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDFDownload
ভারতের রেলওয়ে জোন এবং সদরদপ্তর তালিকা PDFDownload

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?

উত্তরঃ দক্ষিণ 24 পরগনা (9960 বর্গকিমি )

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?

উত্তরঃ কোলকাতা (185 বর্গকিমি )

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা কোনটি?

উত্তরঃ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান (7 এপ্রিল 2017), ঝাড়গ্রাম (4 এপ্রিল 2017), কালিম্পঙ (14 ফেব্রুয়ারী 2017), আলিপুর দুয়ার (25 জুন 2014)

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী?

উত্তরঃ শিউলি।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি?

উত্তরঃ স্বেত কন্ঠী মাছরাঙা।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি?

উত্তরঃ মেছো বিড়াল।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?

উত্তরঃ কোলকাতা।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গ ভারতের কততম বৃহত্তম রাজ্য?

উত্তরঃ ভারতের মধ্যে ত্রয়োদশ। (13 তম)

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা?

উত্তরঃ উত্তর 24 পরগনা।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত?

উত্তরঃ 1028 / বর্গকিমি।

2 thoughts on “এক নজরে পশ্চিমবঙ্গ PDF”

  1. Pingback: এক নজরে ভারত PDF Download - Bangla PDF

  2. Pingback: পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাম তালিকা PDF - Bangla PDF

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *